আমার কিছু দুঃখ ছিল!
=======
আমার কিছু দুঃখ ছিল!
তার ক্ষীণভাগ তোমায় দিতে চেয়ে
ফিরে গেছি বারবার ;
কিছু কষ্টের গানও ছিল
শোনার সময়ও হয়নি একবার;
বললে,
এখন তোমার ঘর জুড়ে
কবিতার আবদার !!


অনেক কথার গল্পও ছিল
বসেছিলাম সাঁঝের আশায়;
কালো মেঘ করে বৃষ্টি নামে
তোমার আসার পথ জলে ডুবে যায় ।।


বুকের ডানপাশটির ব্যথা বাড়ছে প্রতিদিন
নিঃশ্বাস ভারি হতে থাকে-
একবারও বলা হলোনা তার খবর;
দিন গুনি-
কবে তোমার মিলবে অবসর ;
আমার কিছু স্বপ্ন ছিল
দিনদিন নিজ হাতেই
তাকে দিয়ে যাই কবর ।।


২৪ জুলাই, ২৯১৮
ঢাকা বাংলাদেশ