আমার কবিকান্ত
.............
আমার নাড়িছেড়া ধন প্রিয় কবিকান্ত
ফুটফুটে চেহারা, মায়াবী মুখের হাসি
আমার সারা বাড়ি হেসেখেলে বেড়ায়
যেন উঠোনে মুক্তো ঝরে রাশিরাশি ।।


আমার ভাবনারা ঘুরে বেড়ায় ওর পিছে
ছোট ছোট পায়ে তোলে সুরের আওয়াজ
রাখেনা অভাব, আসেনা দুঃখ কোনো আর
আমার সারা জগৎ জুড়ে সেই মহারাজ ।।


আমার দুই চোখে ওর মায়াবী মুখের হাসি
তারে কাজল করে সাজিয়ে রাখি রাত দিন
এ যে দরিদ্র মায়ের ঘরে পাওয়া স্বর্গের সুখ
কি করে শোধ করি তার জন্মের এই ঋণ !!


সে যে আমার ঘর করা আলো, রৌদ্রদিন
আমার একলা পৃথিবীর আনন্দ কোলাহল
ভীষণ চৈত্রের আকাশে বৃষ্টির রিমঝিম
তার ছোঁয়াতে মুছে যায় বিষাদের অশ্রুজল।।


ওর হাসিতে ভুলিয়ে দেয় সকল দুঃখ ক্লেশ
আমি শত অবহেলাও আর হই নাকো ক্লান্ত
আমি ওর মুখ চেয়ে হাজারো দিন স্বপ্ন গাঁথি
মা বলে বুকে জড়িয়ে থাকে আমার কবিকান্ত।।


(কবিকান্ত আমার কবিতা সন্তান)
১ এপ্রিল, ২০১৭
ঢাকা, বাংলাদেশ