আমি সেই নারী
========
আমি সেই নারী, এই শহরে, নই যেনো কারো পর
ছোটছোট আশা, অমলিন সুখ, এই নিয়ে বাঁধা ঘর।।
কখনো ছুটি মেঘেদের সাথে, কোলাহল করি বনে
ছোট ঘরখানি ভরাই থাকে, হাসি আর গানেগানে ।।
না পাই খুঁজে শহরের বুকে, সবুজের মাখামাখি
প্রতিদিন তবু গান গাই আমি, হয়ে উঠি এক পাখি।।
ইচ্ছে হলেই পিচঢালা পথে, বাউলের সাথে হাঁটি
সোনার দেহে জড়িয়ে থাকে, সোনা রংমাখা মাটি ।।
আমার বনের চঞ্চল হরিণ, রুদ্ধ দুয়ার খুলে
সবুজের সাথে সন্ধি করে, সব ব্যথা যায় ভুলে ।।
বেড়াই মাঠে, খোলা বন্দরে, বুনো হংসী হয়ে
কখনো আমি লক্ষ্মী বধু , কখনো দস্যি মেয়ে।।
বন্ধনহীন ছোট্ট জীবন, আকাশেতে পাখা মেলে
কোলাহল ছাড়ি কখনো ছুটি, ঝোপঝাড়-জঙ্গলে ।।
সেখান থেকে তুলে আনি ফুল, মালা গাঁথি আনমনে
প্রানহীন শহর গন্ধে ভরে, সেজে উঠে কাঁশ বনে ।।
যেখানে উড়ে ঝড় ঝঞ্জা, যুদ্ধের পোড়া ছাই
তখনও আমি নির্ভীক-নারী, সেখানেই ছুটে যাই।।
আমি সেই নারী, এই শহরে, কখনো বা দূর গাঁয়ে
হাতে হাতে রাখি, হই সকলের, ছুটে চলি ধীর পায়ে ।।


৫ আগষ্ট, ২০১৭
ঢাকা, বাংলাদেশ