তাকে চিনতে পারি-
যখন আয়নার সামনে এসে দাঁড়াই ;
বারবার হারিয়ে যাওয়া
সেই নিজেকেই খুঁজে পাই ।।


হাত দিয়ে ছুঁয়ে দিই তার কেঁপে উঠা অধর
বুকের ভিতরে আছড়ে পড়া তীব্র ব্যথার ভার ;
আয়, মুছে দিই  জল, বুকে ধরি-থামুক ঝড়
না হয় একসাথেই মরি চিতার দহনে, হই অঙ্গার ।।