কতবার কবিতা লিখতে বসেছি
নীরস ভঙ্গিতে পরিহাস করে ফিরে গেছে শব্দেরা
তাই-
ছিঁড়ে টুকরো টুকরো করেছি শূন্য কাগজ
ভেঙ্গে ফেলেছি নির্লিপ্ত থাকা হাতের কলম
পায়ের তলার মাটিকে মনে হয়েছে শুষ্ক মরু
বিদ্রূপের হাসি হেসে গড়িয়ে পড়েছে চোখে জলপ্রপাত;
তারপর,
আর কখনো বৃষ্টি ঝরেনি উঠুনে
রঙধনুর একটি রঙও ছবি আঁকে নি আকাশে
তবুও
যেন অকারণ শব্দ শুনি ঝমঝম
মেঘে মেঘে গর্জনে দেখি আকাশ ভাঙ্গে
সেভাবেই বুকে আর্তনাদ বাজে দিনরাত ।।