এখন আমার মরে যেতে ইচ্ছে হয় যে ভারি
কে আছে কান্ডারি
দুহাত পেতে এ ভার নেবে দেবে সাগর পাড়ি ।।


সূর্য চন্দ্র নক্ষত্রের ঐ পুন্য ভূমের দেশ
পলক অনিমেষ
থামবে সেথায় যত ছিলো দুঃখ-শোকের রেশ ।।


ভঙ্গমনা হৃদয় এখন দুঃখের ঘরে বাস
ব্যর্থ যত প্রয়াস
মৃত্যুমুখো এপথ শেষে বন্ধ হবে শ্বাস।।

আঁখির কোণে জমছে ধূলি, ওঠে অগ্নিবান
জাগে অভিমান
এবার,
থামাও তোমার ক্ষুব্ধ নিশান ওহে ভগবান ।