আত্মবলিদান
========
তুমি বিপ্লবী হও যদি; যদি রামকৃষ্ণ হয়ে ওঠো একবার
আমি প্রীতিলতার মত কারাগার ভেঙে করবো চুরমার ।।
যতবার তুমি শত্রুদের বিরুদ্ধে হাতে তুলে নেবে তরবারী
জানবে, আমিও হয়েছি রণযুদ্ধা, ছেড়েছি অাত্মীয়-ঘরবাড়ি ।।


যেখানে অসত্য বিগ্রহ-লুণ্ঠন, বিলুপ্ত স্বাধীনতা যেখানে বন্দি
তোমার সাথে আমিও তৎপর, বিনা যুদ্ধে না করে সন্ধি ।।
যদি কাছাকাছি থাকো হাত ধরো, দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে
আমি মৃত্যু জেনেও টলব না ভয়ে, ফিরব না পিছু টানে ।।


যদি হও দরদী নিঃসংকোচে, জনসেবায় একজীবন কর ক্ষয়
পাশে পাশে চলবো, রেখো আত্মবিশ্বাস, না রেখো সংশয় ।।
হও শক্তির আধার শত লাঞ্ছনায় উদ্দীপ্ত-অনড়-অকুতোভয়
আমি বহুরূপী কন্যা, ধরি তরবারী, হবো বিপ্লবী জগতময়।।


যদি না মানো অন্যায় আত্ম বলীদানে না করো বদন ম্লান
আমি শিয়রে বসে প্রীতি সহকারে শুনাবো বিশ্বজয়ের গান ।।
তুমি স্বদেশ প্রেমী বীরযোদ্ধা হয়ে মৃত্যুকে করো আলিঙ্গন
আমি সহযোদ্ধা, হবো তৎপর, ঘোর শত্রুকে করবো নিধন ।।


পিছু হেঁট না যদি পাহাড় সমান আসে বাধা, জ্বলে উঠে লাভা
আমি সমুখেই দাঁড়াবো, হবো অগ্নিকন্যা দুচোখে ছড়াবো আভা ।।
তুমি বিপ্লবী, ভয়ঙ্কর শত্রুরা প্রাণনাশে চারপাশ রাখে ঘিরে
আমি তরবারী হাতে এসে দাঁড়াবোই তোমার পর্ণকুটিরে ।।


তুমি বীর সূর্য সেন, না ছেড়ো হাল, যুদ্ধ জয়ে থেকো অটল
আমি অগ্নিকন্যা, নির্ভয়ে পাড়ি দেবো সাতসমুদ্রের জল।।
স্বাধীনতা রক্ষায়, আবারও নারীর হোক ক্ষুদ্র আত্মবলিদান
হোক বর্বরতার মৃত্যু, শুধু বেঁচে থাক শতকোটি বিপ্লবী সন্তান ।।


১৪ জানুয়ারি, ২০১৭