নিঃশ্চুপ রাত, নির্ঘুম চোখ
ঘড়ির টুংটাং শব্দে
সঙ্গত সময় হয় পার;
এ আমার চিরচেনা ঘর
চার দেয়ালের গভীরে
তোমারেই করি আবিস্কার ।।
একান্তে কাছাকাছি বসি
পাই নিঃস্পাপ স্পর্শ-
ভেজা গায়ের গন্ধ;
নিবিড় আলিঙ্গনে বাঁধি
শুনি নিঃশ্বাসের শব্দ-
আমার চারপাশ ঘিরে
প্রকাশিত কেবলই
তোমারই কবিতার ছন্দ !!!