রোজ রাতে তোমায় দূর আসমান থেকে ডেকে আনি
পরম পরিপাটি করে বসাই শয়নশিয়রে
চাঁদের হাট বসে, রাতভর চলে তারার গুঞ্জন
আমার সঙ্গীহীন-নিদ্রাহীন ক্লান্ত অবসর
ভরে ওঠে ঊষার আলোয়ে,
হয়ে ওঠে কুঞ্জকানন।