সে যে আমার হৃদয়ে গোপনে,
বীণা বাজায় অবিরাম
সে যে আমার অসীম সাধন,
মননে যপি তাঁর নাম ।।
শয়নে স্বপনে আরাধ্য গীতে,
সুর সাধে সুমধুর
ধূপে ধোঁয়ায় চারপাশ ঘিরে,
গন্ধে থাকে ভরপুর ।।
সেই তো আমায় ভুলিয়ে রাখে,
না পাওয়ার দুঃখ বেদন
তাঁরই স্পর্শে ঊষার গগনে,
ওড়ে মায়াবী কেতন ।।
ক্লান্ত দুপুরে ছায়া ফেলে সে,
পথ চলে সাথে সাথে;
পূব আকাশে সোনালী আলো,
ঢেলে দেয় দুই হাতে ।।
সেই তো বাজায় প্রাণে সতত
বেদনা ভোলার গীতি
সহাস্যে ছোঁয়ায় ক্লান্ত বদন
যেনো, মরু বনে তরুবীথি ।।