এখন বসন্তকাল, কনকনে হাওয়া
পথে অজস্র লোকের ভীড়-
কেউ ছুটে চলে গন্তব্যে-
কেউ বৃক্ষের তলে খুঁজে নেয় আনন্ত সুখের নীড় ।।


আমার পথ থেমে থাকে, অপেক্ষায়
চেয়ে থাকি পূবের ঐ আসমানে-
সেই তো বলেছিলো “এই পথেই ফিরবো”
আমার দীর্ঘশ্বাস কেবল সেই জানে ।।