হৃদয়ের অন্ধকূপ থেকে বোবাকান্না
আকাশে ওড়ে
আর্তনাদে আর্তনাদে ভারি করে মেঘ
কোথায় লুকিয়েছে প্রিয়ার মুখ;
তার কথা শোনার আশায়
রাতদিন-
তার মুখ চেয়ে চেয়ে থাকি উন্মুখ ।


আকাশ কাঁদে, মেঘ কাঁদে
তখন বৃষ্টি ঝরায় শোকে;
আমি আজও কেঁদে বেড়াই
খুঁজে মরি তাকে লোকে লোকে।।


কোথায় হারালো যে সেই জন
ভেবে ভেবে দুইচোখ জলে সিঞ্চন
বুক চিড়ে দেখতো যদি বিরহ বেদন
আকাশ ফুঁড়ে দিতো সে দরশন ।।


তার নাম ধরে সুধাই জনে জনে
জানো কি কেউ আছে কোন সন্ধানে?
তাকে তো বেঁধেই ছিলাম হৃদয় বন্ধনে
হারালো তবে সে কোন অভিমানে !!