আয়, হেমলকের বিষ পান করি
=====
কলুষিত অধার্মিক আর পাপিষ্ঠ যারা
আয় এক সাথে করি চিৎকার ;
ভেঙ্গে দিই নিয়মের যত বেড়াজাল
করি সত্যেকে আঘাত, করি হুঙ্কার ।।


আয় যত কদর্য আয় সুদর্শন
ছড়াই রক্তচক্ষুর ঘৃণা, বিদ্বেষ ;
নির্মল বায়ু, প্রশান্ত সাগরের জল
আয় এক নিমেশেই করি নিঃশেষ ।।


আয় দাঁড়াই শান্তিকামীর বিরুদ্ধে
হই সৈরাচারী, করি যুদ্ধ সংঘাত ;
কালো মেঘ হই নির্মল আকাশে
হই সভ্য সারণীতে অশনিসম্পাত ।।


ছড়াই নিঃষ্পাপ শিশুর চোখে ত্রাস
হায়েনার আঁচড় কাটি, হই কুলাঙ্গার;
আয় বিধির নিয়ম করি লঙ্ঘন
হই হিংস্র আর অসভ্য জানোয়ার ।।


হই দেশদ্রোহী, ধরি শাণিত তরবারী
বইয়ে দিই লালরক্তের চির বন্যা ;
শেষ বারের মত কলুষিত করি প্রাণ
হই কুপুত্র, হই অসুচি ভ্রাতা-কন্যা ।।


তারপর......
দৃষ্টতায় দাঁড়াই জনতার কাঠগড়ায়
নমিত করি উদ্ধত মাথা, লই দন্ড
হই অনুতাপী, জানি মৃত্যু অনিবার্য
হোক চূর্ণ অস্তিমজ্জা, মস্তক দ্বিখন্ড।।


নয় নিজ হাতে পান করি মৃত্যুসুধা
উঠুক তরবারি, ঘটুক আত্মহুতি
নিশ্চিত হোক অপরাধীর স্খলন
নির্ভয়ে বাঁচুক সকল মানব জাতি।।


মৃত্যুর সাক্ষী হবে অগনিত জনতা
যারা সৎ পবিত্র সত্যের পূজারী ;
দূর হোক ওদের ভয়, যত দুর্যোগ
আয়, নির্বোধ পাপিষ্ঠ অধার্মিক
আয়-
হেমলকের বিষ পান করি.... !!!!


৭ ডিসেম্বর, ২০১৭
ঢাকা বাংলাদেশ।