কতদূর দেশে ভাসালে তরী
রাতদিন শুধু করো পারাপার ;
আজও কি সময় হয়নি ফেরার?
জীবন গহীনে নামে অন্ধকার ।।


তোমার ঐ নায়ে স্বপ্ন বোঝাই
শূন্যতা শুধু রেখে গেলে একূলে ;
তোমার জমিন জুড়ে ভরা মৌসুম
আমার তরী তৃষ্ণায় মরে অকূলে।।


কাঙ্গাল করে রেখে গেল আমায়
এ দুঃখ অন্তরে বয়ে বেড়াই নিরবধি ;
ছায়াও যেনো হারিয়েছে অগোচরে
আজও, অপেক্ষায় বসে থাকি তীরে-
সাথে জাগে কেবল নীরব জলধি।।


হয়তো স্রোতের তোড়ে ফিরবে একদিন
সেদিন থেমে যাবে আমার জীবন প্রবাহ
শেষ নিঃশ্বাসে জুড়াবে সকল উত্তাপ,
অচেতন বোধে সকল যন্ত্রণার হবে দাহ।।