বাবা,
কখনো তোমায় খুব মনে পড়ে
কখনো আবার ভুলেও যাই
জানি কখনো ফিরবেনা আর, তবু
ইচ্ছে জাগে যেন ফিরে পাই ।।


ঘরের বারান্দায় পুরনো বেঞ্চিতে
এখন আর এসে কেউ বসে না
সেই শূণ্যতায় কাঁদি বেদনায়
বসতে পাশে কেউ ডাকে না ।।


তোমার কথা খুব মনে পড়ে
যখন জীবন কাঁপে শঙ্কায়
দুঃস্বপ্নের রাত ঘুমুতে দেয়না
কষ্ট যখন আমাকেই কাঁদায় ।।


মনে মনে যখন ঈশ্বরকে ডাকি
তুমি এসে সামনে দাঁড়াও
ঝড়ে যখন নৌকা দোলে
কাছে এসে হাতটি বাড়াও ।।


চলে গেছে না ফেরার দেশে
তাই চেয়ে রই দূর আকাশে
তারার মত জ্বলবো আমিও
তোমার পাশে, জীবন শেষে !!


তোমাকে দেখার শেষ দিনটি
চোখ ভেজাতে বারবার ফিরে
আমায় ভেবে তুমিও কাঁদো
তাইতো আকাশে বৃষ্টি ঝরে ।।


এখনও তোমার পায়ের শব্দ
আমাকে দেয় পথের দিশা
আমার ঘরের ধূপ মন্দিরে
এমনিই করো যাওয়া আসা ।।


যখন তোমায় খুব মনে পড়ে
তখন তুমি থেকোনা দূরে
নিত্য এসে দেখে যাও আমায়
নিত্য তুমি থেকো অন্তরে ।।


২৫ আগষ্ট, ২০১৬