বন্ধু
তোর খবর বল, কেমন আছিস ?
ঠিকানা পাইনি -
তাই বলে ভাবছিস ভুলে গেছি ?
এখনও প্রতিদিন চিঠি লিখি
কত কথা কত গল্পে।।


এখনও মাঝে মাঝে বিকেল হলে
সেজেগুজে বসে থাকি বারান্দায়
ঠিক যেমনটি থাকতাম
তোকে দেখার অপেক্ষায় ।।


তোর খবর বল বন্ধু,
এখনও কি তুই পাগলটিই আছিস ?
নাকি বুঝতে পারিস-
ঠিকানা বদলালেও বন্ধুত্ব বদলায় না
দেখা না হলেও ভালবাসা ফুরিয়ে যায় না ।।


আমি কিন্তু এখনও তেমনটিই আছি-
প্রতিদিন চিঠি লিখি-
প্রতিদিন অপেক্ষা করি-
প্রতিদিন একটি করে কবিতা লিখি
তোকে শুনাবো বলে ।।


তবে নতুন একটা পরিবর্তন এসেছে আমার মধ্যে-
তোকে না দেখলে এখন আর কাঁঁদি না-
রাগে দুঃখে নিজের সাথে যুদ্ধ বাঁঁধাই না-
এমনকি,
তোর প্রিয় গানগুলোও আর গাই না ।।


এখন শুধু একটাই বিশ্বাস নিয়ে
বেশ বেঁঁচে থাকি-
একদিন তোর ঠিকানা ঠিক খুজে পাবো-
আমার সব চিঠি পৌছে যাবে তোর ঘরে ।।


চিঠিগুলো পড়তে পড়তে তোর
সকাল-দুপুর-বিকেল গড়িয়ে রাত আসবে
তবু আমার চিঠির কথা ফুরাবে না।।


আমার একটা আনুরোধ-
সব চিঠি পড়া শেষ হলে
একবার উত্তর দিস
তাতে শুধু লিখে জানাস-
তুই কেমন আছিস বন্ধু ???


১৪ অক্টোবর, ২০১৬।