বঙ্গকবি
(মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণে)


নমি হে তোমায় অগ্রসেনা, নবজাগরণের কবি
অমিত্রাক্ষর ছন্দে বর্ণে, এঁকেছ কত ছবি।।
অমূল্য রতন বিছায়ে দিয়েছ, সোনাঅক্ষরে গেঁথে
বঙ্গ ভাষারে রেখেছ উপরে, বেঁধেছে কত গীতে।।


কত বিদেশ ঘুরেঘুরে শেষে, একুলে ভীড়লো তরী
সভ্য সারথী চললো ভেসে, উজানের ডাক ছাড়ি ।।
কবিতা কাননে, মাতৃবন্দনায়, উঠেছে হৃদয় ভরে
বাংলা ভাষার বিজয় বাণী রেখেছ সনেট করে ।।


কপোতাক্ষ নদ হতে তুমি, মিটালে জলের ক্ষুধা
মধুপল্লির ছোট ঘর জুড়ে, ছড়ায়েছ ভাষার সুধা ।।
মরুভুম জুড়ে বহে জলধারা, গাঁথিলে সৃজন ভাষারে
কতশত জন, নিরক্ষর কবি, বর্ণেবর্ণে জপে তোমারে ।।


শত দুর্দিনে হওনি তো ভীত, তব সৃষ্টিতে হও নি বিমুখ
ধ্বনিত হয়েছে শত কাব্য গীত, তোমাতেই হয়েছে উন্মুখ ।।
বর্ণ সিন্ধুরে সাহিত্য দরবারে, আনলে সমুদ্র সেঁচে
নবম সর্গে মহাকাব্য তোমার, যুগে য়ুগে র'বে বেঁচে ।।


সাহিত্য কাননে ফুটেছে গোলাপ, শত নক্ষত্ররাজি
বিদ্যাবত্তায় কারিগর তুমি, নমি হে তোমায় আজি ।।


২৭ জানুয়ারি ২০১৮
ঢাকা বাংলাদেশ