বাংলা ভাষার দাম
============
শিশুর মুখের প্রথম ফোটা বুলি
কেড়ে নেবে এমন সাধ্য কার ;
ভাষা রক্ষায় সোচ্চার হলো দেশ
শহীদ হলো সালাম রফিক জব্বার ।।


বলেছিল ওরা ডাকতে দেবেনা মাকে
ভিন্ন ভাষায় মেটে কি প্রানের সুখ?
তাই তো ওরা ছিনিয়ে আনলো মাকে
মরলো নিজে রক্তে ভাসালো বুক ।।


রাজপথে যত নামলো দামাল ছেলে
স্বৈরশাসকের ভাঙলো সকল ধারা ;
মায়ের আঁচল বিছিয়ে দিল পথে
ভাষার শত্রু হলো যে দেশছাড়া ।।


একুশের ভাষায় সূর্য জ্বলে নিভে
এ ভাষায় সব পাখি করে কলবর;
এ ভাষায় ছোটে মাঝি মাল্লার গান
মেঠো পথে চলে রাখালির  উৎসব ।।


এ ভাষায় বধূ নকসী কাঁথায় বোনে
মনের হরষে না বলা কত যে কথা ;
ঘরে ফিরে আসে ক্লান্ত দামাল ছেলে
মায়ের বুকেতে লুকায় যত ব্যাথা ।।


এ ভাষায় কত গৌরব করি প্রানে
দেশ ও মায়ের স্বপ্ন দেখি অবিরত ;
মায়ের কোলে গল্পে শিশু ঘুমায়
একসাথে গায় ভোরের পাখি যত ।।


এ ভাষায় লিখে কবিতায় ভরে মন
ক্লান্ত পথিক সুধা পায় বাউল গানে ;
ডাক দিলে থামে উত্তাল নদীর ঢেউ
রঙধনু হাসে মেঘে ঢাকা আসমানে ।।


পতাকা ওড়ে লাল সবুজের দেশে
সেখানে লেখা বাংলায় মায়ের নাম ;
আবার যদি কেড়ে নিতে আসে কেউ
জীবন দিয়ে রাখবো ভাষার দাম ।।


২০ ফেব্রুয়ারি ২০১৮
ঢাকা, বাংলাদেশ