**বৃষ্টি রানীর ভালোবাসা**
তোমার আমার ভালবাসায় জন্ম হয় শতকোটি কবিতা সন্তান-
আমি প্রসব বেদনা মেখে আমার মাতৃত্বের স্বাদ মিটাই
উঠোন ভরে উঠে ওদের কলকাকলিতে
ছোট্ট মুখ দেখে সুখি হয় আমাদের চোখ
আর এভাবেই ধন্য করি এই ক্ষুদ্র জীবন ।।


তোমার আমার ইচ্ছেগুলো নিয়ে বুনোহাস উড়ে বেড়ায় বিলে-
আমার হৃদয় জুড়ে কেবলই  বয়ে যায় হীমহীম বাতাস
আনমনে হারিয়ে যাই ঐ বুনোহাসের দলে
তুলে আনি শাপলা, ভেসে রই জলে
জড়িয়ে রাখি তোমায় ভেজা আঁঁচলে ।।


তোমার আমার স্বপ্নগুলো ছড়িয়ে রয় ঘাসে, বিন্দুবিন্দু শিশিরে-
উচ্ছল রোদেরা হেসে ওঠে মুক্তো ছড়ানোর খুশিতে
আমি দুর্বা ঘাস হই শীতের পরশ মাখি ঠোঁঁটে
পায়ে পায়ে মিশে যাই ধুলোমাখা সেই পথে
যেখানে রোজ জন্ম হয় নতুন স্বপ্ন নতুন একটি ভোরে।।


তোমার আমার প্রাণের উচ্ছলতায় ভারি হয় বাতাস, বৃষ্টি ঝরে-
চৈত্রের দুপুরে চাতকী মন মেতে ওঠে পাগলের মত
আমি উঠোন পেরিয়ে ছুটে যাই কাশ বনে
সাদা মেঘ চেয়ে রয়, ভেবে থমকে ওঠে আসমানে
এখনই বৃষ্টি ঝরার দিন নয়, তবুও বৃষ্টি ঝরে ।।


৭ জানুয়ারি, ২০১৭ ।