ভুলি আজ ক্রোধ - ক্রন্দন
==========
ক্রোধ আর ক্রন্দনে বয়ে গেল বেলা
মজেছে হীনমন তাই মৃত্যুর সুধায়
সশব্দে ঝরেছে বারি ঊষার আকাশে
জাগলো এবার আঁখি রবির কৃপায় ।।


মায়াময় জগৎটারে তুচ্ছ জ্ঞান করি
প্রবাহিত হয়েছিল ক্ষিপ্র শোকধারা
ঘৃণা আর বিদ্বেষে নির্গত দুষণ বায়ু
পরাভুত দুর্গম পাহাড় ভূমি ধরা ।।


কতজন এলো গেল পরশ বুলাতে
উদাসীন প্রাণ তবু তার কৃপা চায়
ক্রমাগত উদ্বেগে করে নিজ হেলা
সব পাখি নিশ্চুপ গান নাহি গায় ।।


ধূয়ে দিই যত আছে ঘৃণা অপবাদ
মুছে যাক হৃদ হতে যত ক্ষীণপাপ
হই আজ ধূলিসম তাঁর পদতলে
হোক সবই মঙ্গল ভুলি অভিশাপ ।।


হোক আজ উজ্জ্বল তারার রাত্রি
সব দিন সূর্যের আলোয় ঝলমল
ক্ষয়ে যাওয়া হৃদ রসে হোক সুরভিত
মৃত নদী যেনো আজ বহে ছলছল ।।


ভুলি আজ রাগরোষ, বৃথা ক্রন্দন
কেটে যাক কোয়াসা, মিছে অহংকার
হীনমনে না হয় লভি কদর্য বাসনা
এইবার কাঁধে তুলে লই নিজ ভার ।।


বীতরাগে বেজে উঠুক গীত কবিতা
চারিদিকে ঘিরে থাক আলোর বলয়
বন্ধুর পথ যত হোক অবারিত
স্রোতসিনী হোক শুষ্ক পর্বত মলয় ।।


১ জানুয়ারি, ২০১৮
ঢাকা বাংলাদেশ