বিদ্রোহী মন
মাঝে মাঝে মনটা আমার বিদ্রোহী হয়ে ওঠে
যখন ঘুম ভেঙ্গে যায় মাঝরাতে ঝড়ে
যেই স্বপ্ন হারিয়ে যায় অন্ধকারে অতল গভীরে
তারে আবার ফিরে পেতে খুব ইচ্ছে করে।।
কখনো আমার চোখ দুটো দূরের আকাশে ভাসে
অস্থির মেঘেরা সব দল বেধে বেড়ায় ঘুরে
মেঘের গর্জন আকাশ ভেদ করে বাজে বুকের ভিতরে
বাতাস থামে, পাহাড়ের গা বেয়ে বৃষ্টি ঝরে !!
পথের মাঝ খানে থমকে যায় আমার সকল পথচলা
পায়ের চিহ্ন মিশে যায় পথের ধূলিমেখে
আমার দৃষ্টি তবুও না থামে, কেবল সীমানা খুঁজে বেড়ায়
আমি শূন্যে ভাসি, মহাশূন্যে ভরসা রেখে।।
ঢেউয়ের আঘাতে যখন আমার পারাপারের ঘাট ভাঙ্গে
পাড়ে বসে বিষন্নতায় কাটে মাঝির দিনকাল
আমি কাগজের নৌকা ভাসাই, এপারও পার করি
জলে জোৎস্নার রং ঝরে, হাসে সূর্যের সকাল।।
আমার সাদা ক্যানভাস সাদাই থাকে, আঁকে না রংছবি
যখন ভুলে যাই কথা, কেবল বেসুরে বীণা বাজে
বিদ্রোহী মনে বৃষ্টি ঝরে, কালো মেঘ সরে যায় দূরে
আবশেষে,
ব্যথায় ভরা নীল আকাশে রংধনু সাজে।।
২০ জানুয়ারি ২০১৭।