বিনম্র রজনী
========
ছিল যত তারা আকাশের গায়, ম্লান হয়ে গেল সব ই
উচ্ছ্বল দিগন্তে ঘনকালো মেঘ, এঁকেছে বিষন্ন ছবি ।।
নীলভূমিতে দম্ভ করে বেড়ায়, অশরীরী গগনচারী
স্থির হয়ে চাঁদ রয় এককোণে, বাতাস ভীষণ ভারী ।।


দানবের চক্ষু রক্তছায়া ফেলে, লাগে মরণের ভয়
শান্ত আকাশতলে ওঠে গর্জন, জাগে চরম বিস্ময় ।।
অকুল পাথারে লুকায় দিবাকর, দিগন্তে অমানিশা
মহাপ্রলয়ে ভাঙ্গে মেঘবাড়ি,  নভোচারী হারায় দিশা ।।


উড়েউড়ে মেঘ পালায় সুদূরে, বৃষ্টিহীন সুবর্ণ ভূমি
নিশ্চুপ বৃক্ষরাজ রোপিত বীজ, উঠে না গর্ভচুমি ।।
শূন্য ধরাতল, বাগান বাড়ি, কেবলই ধূসর মরু
ধূলির ঝড় বাড়ায় তান্ডব, ফোটে না গন্ধতরু  ।।


বাজাবে কে বাঁশি নাশিবে শঙ্কা, ছড়াবে দিব্যজ্যোতি
গগনে উঠবে চাঁদ ও তারা, নিশিতে জ্বলবে বাতি ।।
আকাশ ধরনী র'বে অম্লান, আসবে বিনম্র রজনী
দানবের দম্ভ হবেই চূর্ণ, কাননে ফুটবে কামিনী ।।


২০ নভেম্বর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।