আমার বিষন্নতাই ভালো!!!
এক আকাশ ঘনকালো মেঘে ছুঁয়ে থাকা
জমে ওঠা গম্ভীর থেকে ঝড়ের হাতছানি
একপসলা সিঁদুর মেখে বৃষ্টিতে ভেজা
তারপর
মুছে যাওয়া কপোল জুড়ে
ভেজা শাড়ির আঁচল টেনে
ঘুমটার আড়ালে ভাগ্যকে লুকিয়ে রাখা।।


আমার বিষন্নতাই ভালো!!
সবুজ ঘাসের গন্ধের জন্য হাহাকার
থেমে থেমে নিঃশ্বাস ভারি হতে থাকে
যেনো এক পর্বত পাথর চেপে আছে বুকে
আমি চির বৈরাগ্যের মত
খুলে ফেলি শরীরের অলংকার
দূরে ফুটে থাকে পাহাড়ি নাকফুল
আমি পাশ দিয়ে হাঁটি আনমনে....
তারপর হারিয়ে যাই বহুদূর...
আমার খবর রাখে না কেউ আর


আমার বিষন্নতাই ভালো
অন্ধকার জমিনের উপর পা ছড়িয়ে বসি
তৃষ্ণার্ত মাটি শুষে নেয় শরীরের সবটুকু রস
মাথার উপর দিয়ে ডানা ঝাপটে
উড়ে যায় ধবধবে সাদা বক
আমিও ওদের সাথে উড়াল দিই
অবচেতন শরীর পড়ে থাকে ধূলায়...
আমি বকের সাথে মেলে দিই ডানা
ওরা গিয়ে বসে বিলের ধারে
আমার বিষন্ন মন জল ছুঁয়ে ছুঁয়ে
মেঘকালো কেশ ছড়িয়ে খেলা করে
কলমীলতার পাতায় পাতায়.....


.........
মিনু কোড়াইয়া- বৃষ্টিরানী
৯ জুলাই, ২০১৮
ঢাকা, বাংলাদেশ