বিশুদ্ধ নগরী
========
বাতাসে মিশে আছে বিষাক্ত আর কালো সীসা
ধূলি ঝড়ে ঝাপসা হয় সোনালী সূর্যের কিরণ
দম আটকে থাকে ছাঁচকাটা বুকের গভীরে
চারিদিকে দাঙ্গা হাঙ্গামা, অশুভ শক্তির পীড়ন ।।


রাতভর জেগে থাকে রক্তলোভী হায়েনার দল
নিশুতি রাত কাঁপে শিয়ালের ভয়াল আর্তনাদে
কে দেবে সারা, কেইবা দেবে নির্ভয়ে পাহারা
ঘুমন্ত শিশু ভয়ে বিছানায় মুখ লুকিয়ে কাঁদে ।।


দোঁআশ মাটি ফুঁড়ে বেড়িয়ে আসে জ্বলন্ত লাভা
ছাই হয় সোনালী ফসল,  ফুল ফল, সবুজ বনানী
দক্ষিণের বাতাস  নিথর হয়ে উঠে বারুদের গন্ধে
কোথাও মেলেনা তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ জল-পানি ।।


নদীর তীর ভরে উঠে রক্ত আর মৃত মানুষের দুর্গন্ধে
দেহ ক্ষয় করে নির্দয় শাসকের শোষণ আর নির্যাতন
আগাছায় পূর্ণ সংকীর্ন জনপথ  বিষকাটা ভরা ভূমি
পাখির ডাকে ভাঙ্গে না ঘুম, বন্ধ সকল বাতায়ন ।।


ইচ্ছে করে দুর্বার হই, সজোরে ভাঙ্গি দুর্বোধ্য প্রাচীর
প্রাণ প্রতিষ্ঠা হোক যত ভ্রষ্ট আর পতিত নরককুলে
মুছে ফেলি আবদ্ধ যন্ত্রনা আর  দাসত্বের চির বন্ধন
বাতাস ভরে উঠুক মৌ মৌ গন্ধে, আনন্দ কোলাহলে ।।


মায়ের কোল জুড়ে  বেড়ে উঠুক সকল শিশু নির্ভয়ে
মুছে যাক দুঃস্বপ্ন, ভাঙ্গুক  মরণঘুম পাখির কলরবে
উঠোনে ঝিলমিল রোদের হাসি, সবুজ ধানের ক্ষেত
শুষ্ক ভূমিতে ঝরুক বৃষ্টি, মাতি আনন্দ আর উৎসবে ।।


উড়ে যাক সংকট, স্বস্তির নিঃশ্বাসে ভরে উঠুর চারপাশ
দেয়াল জুড়ে কারুকাজ, তৈরি হোক এক সুদৃঢ় নগরী
শাপলা শামুকে ভরে উঠুক নিখাদ নির্মল জলাভূমি
জেগে উঠুক হৃদস্পন্দন, এসো বিশুদ্ধ উদ্যান গড়ি ।।
২২ নভেম্বর, ২০১৭।