হাজার বছর আগেও সূর্য যেমন ছিল
আজও তেমনিই শক্তিমান-
রাতের চন্দ্র প্রহরী, তেমনিই আলোময়;
আকাশ বাতাস পাহাড় নদী বন
তেমনিই আছে অনুক্ষণ
কেবল বদলে গেছে মানুষের হৃদয়।


মানুষ আগের মত ভালোবাসতে পারে না
খেয়াল খুশিতে হাসতে পারে না
বদলে গেছে সহজাত আচরণ
মনের দুঃখে কাঁদতেও পারে না , অথচ
অন্য সব তেমনিই আছে অনুক্ষণ।।


পাহাড়ের গায়ে ঝরনার গান শুনি
ঐ শক্ত পাথরেও প্রাণ জেগে ওঠে
আমরাই কেবল কৃপণতার দাসত্বে বন্ধি
ঝাপসা চোখের ঘোর কাটেনা যেনো
ভাবনায় ডুবে থাকে অন্ধ অভিসন্ধি।


মানুষের যন্ত্রণায় প্রকৃতিও কেঁদে ওঠে
যেমন পর্বত কেঁপেছিল যীশুর মৃত্যুতে
বেদনায় রক্ত ঝরেছিল পাথরে;
নির্বাক সূর্য মুখ লুকিয়েছিল মেঘে,
অথচ আমরা মানুষেরা সদা নির্বাক
ভালোবাসাহীন, মৌনতার আগড়ে ।।


বদলে যাওয়া মানুষের মধ্যে আমিও আছি
অধরা হৃদয় নিয়ে একলাই বাঁচি
মাঝে মাঝে নিজের মধ্যে অন্য মানুষ খুঁজি
যে মানুষ হবে ঢেউয়ের মত উন্মত্ত;
যে মানুষ কোটি বছরেও র’বে স্নিগ্ধ
সূর্যের মতই অক্ষয়-চিরসত্য।