আমি হবো একটি গানের পাখি ;
সকল পাখি ঘুমায় যদি
রইবো জেগে নিরবধি,
পাতার ফাঁঁকে বাঁঁশির সুরে
দাপিয়ে যাবো রাত্রিটারে,
সব আঁঁখিতে ঘুম ভাঙ্গাতে করবো ডাকাডাকি ।।


ইচ্ছে জাগে হতে কণ্ঠ হার
সকাল দুপুর গাইবো শুধু
মন ভরাবে সুরের মধু,
জলের উপর পদ্ম হেসে
সে সুর যাবে স্রোতে ভেসে,
দুঃখ ভুলে জীবন নায়ে করবো এপার-ওপার ।।


হবোই আমি একটি জোনাক বাতি ;
চাঁঁদের হাটে লাগুক গ্রহণ
থাকুক মনে যতই দহন,
পথ ভ্রান্ত পথিক প্রাণে
কিংবা রাতের গহীন বনে,
ইচ্ছেমত হাজার রঙে ছড়িয়ে যাবো জ্যোতি ।।


হতাম যদি ঘাসের ডগায় একটি বনফুল;
সারা গায়ে বৃষ্টি মেখে
মাতবো রোদের হাসি দেখে,
সিক্ত হবো শিশির রসে
পূজোর ঘরে রইবো বসে,
পথের মেয়ে মনের সুখে বাঁঁধবে এলোচুল ।।


১৭ অক্টোবর, ২০১৬।