বৃষ্টিরানীর পথিক
========
পথিক তুমি আর থেম না পথে
এখনও পথ রইল অনেক বাকী
আমার কথা আর ভেব না মিছে
যদি পথে একলা পড়ে থাকি ।।


তোমার হাতে রইল অনেক কাজ
সাঁঝের আগেই ফিরতে হবে ঘরে
আমার না হয় যাক ফুরিয়ে বেলা
আমিই একা রই না পথে পড়ে।।


চলার পথে আসুক যতই বাধা
সঙ্গে তোমার নাইবা থাকুক কেউ
তীরে এসে ভীড়বে তোমার নাও
মাঝ নদীতে যতই উঠুক ঢেউ ।।


পথের পাশে কাঁদে যদি কেহ
সঙ্গে তাকেও নিও বুকে ধরে
পথ হারিয়ে যে রয় পথে পড়ে
হাতটি ধরে ফিরিয়ে দিও ঘরে।।


সময় যতই যাক না দ্রুত বয়ে
পথটি যতই চলুক একেবেকে
কাঁটায় বিঁধে রক্ত ঝরুক পায়ে
সেই চিহ্ন হাসবে ধূলো মেখে ।।


এখনও কাজ রইল তোমার বাকী
আমার না হয় কাটুক অলস বেলা
পথিক যত সংগে নিও তুমি
বইবো আমি ধুলার অবহেলা ।।


পথিক তুমি আর শোননা বারণ
সকল মোহ মুক্ত কর আজ
আমায় ভেবে যেও না কো থেমে
থাকুক পথে আমার মলিন সাজ ।।


পথের কথাই শুধুই রেখ মনে
যাও ঐ দূরে সমুখের পথ ধরে
পথের শেষে নাইবা পেলে আমায়
পাবে খুঁজে অন্য লোকের ভীড়ে ।।


এই পথ দিয়ে আবার যদি আস
সেই আশাতে রইব পথে চেয়ে
আমার কথা পড়লে তখন মনে
ধুলো ভেবে জড়িয়ে নিও পায়ে ।।


৪ মার্চ ২০১৭।