**বৃষ্টি রানীর প্রেমের মহল**
=======
গরীবের মহল, এখানেই বড় সুখ
নাইবা থাকলো দামী শ্বেত-পাথর
মাটির শক্ত মায়া বাঁধে দুজনারে
এইখানেও শান্তি, হয় যদি কবর ।।
ভাঙ্গা বাঁশের বেড়া পাতার ছাউনী
কোনখানেও থাকে না মেঘ জমে
আকাশের তারা, দেয় যে পাহারা
চাঁদের কিরণ কপোলে যায় চুমে ।।
আর কোনখানে যেতে সাধ নাই মনে
এই খানে বসে মনের আলাপন
ক্ষয়ে ক্ষয়ে পড়ে ঘন কালো মেঘ
জমে ওঠে আমাদের মধুর মিলন ।।
মুখোমুখি দুই জন বসি রোদ মেখে
কখনো বৃষ্টিতে সুখ যায় ভেসে
মনের আয়নাতে হাসে এই মুখ
মনে হয় আরও যেন বাঁচি ভালবেসে ।।
গরীবের মহল, এর নেই কেনো নাম
যমুনার কোলাহল নেই এখানে
পাশ দিয়ে বয় সুখে ছোট খাল বিল
আমাদের এই প্রেম চলে গোপনে ।।
কত সুখে দিন যায় রাত হয় ভোর
দুইজন দুজনার হই কত আপন
অামাদের প্রেম দিয়ে গড়া এ মহল
এইখানে মরে যেন বাঁঁচি আজীবন ।।
২২ নভেম্বর, ২০১৬।