চাঁঁদের আলো
==========
রাত্রি যতই আসুক তোমার ঘরে
চাঁদ হয়ে রোজ রইবো আমি জেগে
ঘুম পাড়াবো সুরের পরশ মেখে
পাখি হয়েই ডাকবো ভোরের আগে ।।


দেখবে যখন আমার মুখটি চেয়ে
ভোরের সূর্য হাসছে আমার চোখে
হাজারখানিক সুখের বাতি যেন
ভালবাসায় রাখবো জ্বেলে বুকে ।।


শিশির ভেজা ফুলের গন্ধ মেখে
ছুঁয়ে দেবো তোমার চরণখানি
শরীর যখন পুড়বে দুপুর রোদে
ভিজেয়ে দেবে আমার চোখের পানি ।।


তোমার অামি করবো এমন যতন
ক্লান্তি যখন নামবে মুখের পরে
শীতল বায়ু মাখা শাড়ীর আঁচল
বিছিয়ে দেবো তোমার চালাঘরে ।।


বিকেল হলে সকল কাজের শেষে
তোমায় ভেবে বসবো উঠোন পরে
দোলনচাপা বাঁঁধবো কালো কেশে
দেখলে তোমার দু'চোখ যাবে ভরে ।।


সাঁঝের বেলায় দূর আকাশে চেয়ে
বলবো ডেকে দূরের সূর্যটারে
মাঠের পরে একটু সবুর করো
বন্ধু আমার আসবে ঘরে ফিরে ।।


রাতের আঁঁধার নামবে যখন ঘরে
আকাশ পথে জ্বলবে মিটি তারা
সবুজ লতায় জড়িয়ে তোমার গায়ে
কেমনে আমি হবোই আত্মহারা ।।


সবাই যখন রইবে গভীর ঘুমে
তোমায় নিয়েভাসব সুখের ভেলায়
মহাকাশের জ্বলবে সকল আলো
ভালবাসার ছোট্ট সুখের ডেরায় ।।


রাত্রি যতই আসুক তোমার ঘরে
রাতের আঁঁধার পড়বে বাঁঁধা কেশে
চাঁদ হয়ে রোজ রইবো আমি জেগে
স্বপ্ন হয়েই রইবো চোখে ভেসে ।।


৪ জানুয়ারি, ২০১৭।