চোখের কোণ বেয়ে মুষলধারায় বৃষ্টি নামুক
আমি কবিতা লিখব তার থেকে কিছু শব্দ তুলে;
আরও কিছু হতাশার মেঘ বুকে ডুকড়ে কাঁদুক
আমি গান গেয়ে যাবে না পাওয়ার যত দুঃখ ভুলে।


কিছু পরিতাপ ভরা খবর আসুক সকাল দুপুর
তারই গন্ধ-ধোঁয়া ছড়িয়ে দেবো ভাতের থালায় ;
দৈনতা আর ক্লান্তির ভাজ পড়ুক কপাল জুড়ে
পরম আরাধ্যে অর্ঘ সাজাবো জরির মালায়।


আকাশে উঠুক ঝড়, না থাকুক তারার ঝিলমিল
তপ্ত উঠানে ছড়িয়ে দেবো অনাবিল মৌসুম
দুঃস্বপ্ন আসুক জীবনে বিষন্নতার পাল তুলে
বিক্ষিপ্ত ছায়াতলে তবুও নামাবো চোখে ঘুম।


সুখে না জাগুক মন, জাগুক কান্না অবিরত
শীর্ণ দেহ হয় যদি হোক জরজর;
তবুও দুঃখের কাছে আমি না করি মাথা নত
হৃদয়ভালে জেগে থাকুক অমৃত সুধাকর।