দণ্ড দেবে আমায় ?
নাও, মাথা পেতে দিলাম
করো শিরশ্ছেদ ;
তারপরও জানবে
ন্যায়ের পক্ষ হতে
ঘটবে না আমার বিচ্ছেদ ।।


তোমার আদেশ অবজ্ঞা করে
এমন সাধ্য কার ;
তবুও কেড়ে নিতে পারলে না কিছুতে
আমার ন্যায়ের অধিকার ।।


আমার মৃত্যুর পর উল্লাস করবে
রক্তের নেশায় হবে উন্মত্ত
সে তো জানোয়ারেরই কর্ম;
আমার রক্ত ছড়িয়ে থাক মাটিতে
অসহ্য যন্ত্রনা সয়ে
তবুও বলবো,
ন্যায়ই আমার ধর্ম...


৯ আগষ্ট, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।