বৃষ্টিরানীর দুঃখ জয়
======
দু:খ আমায় ভাঙতে এসে
নিজেই হারে রোজ -
আমি করি আপন মনেই
দু:খ জয়ের খোঁজ ।।


জলের টানে ছুটে আসি
ভরা নদীর বাকে -
ছলাত ছলাত ঢেউয়ের মায়া
প্রান জড়িয়ে রাখে ।।


সকাল দুপুর মন মাঝি
উজানে গান গায় -
নৌকা ভাসে অচিনপুরে
দু:খ ডুবে যায় ।।


সুখের নেশায় ভেসে বেড়াই
স্রোতশীনির বুকে -
একূল ওকূল ভাঙ্গার দু:খ
গোপন প্রাণে রেখে !!


এমনি করে দিন ফুরিয়ে
সন্ধ্যা নেমে আসে -
ব্যথা ভোলা নীল গগণে
বাঁকা চাঁদটি হাসে ।।


স্বপ্ন আমার অনেক সুখে
ঘুমায় মেঘের কোলে -
ইচ্ছেগুলোর কল্পলোকে
চাঁদের জোৎস্না দোলে ।।


নতুন দিনে সুখ পাখিটা
সবার আগে জাগে -
সারাবেলা হেসেই বাঁচে
রাগে - অনুরাগে ।।


রবির আলোয় খুঁজে বেড়াই
দু:খ জয়ের গান -
শিকল বাঁধা ইচ্ছেগুলো
ভুলে অভিমান ।।


ভাঙ্গা ঘরে সুখ পাখিটার
বুকে সাহস থাক্-
নিত্য এসে দু:খ গুলো
ফিরে ফিরেই যাক ।।


২৯ নভেম্বর ২০১৫।