দুর্ভেদ্য প্রাচীর যখন
সামনে এসে দাঁড়ায়-
হাত বাড়িয়ে থাকি আমি
সূর্য্য দেখার আশায় !!
হোক সে আলো যতই কালো
ঘন মেঘে ছাওয়া-
আমার যে সাধ গান গেয়ে
কেবলই তরী বাওয়া ।।
চৈত্রের আগুনে ঝরাপাতাদের
বেদনার সুর বাজে -
আমার সকল কথাকলিরা
সেইখানে সুর খোঁজে ।।
পথ হারানো পথিক থামে
অস্ত রবির বেলা
তখন আমার ক্লান্ত পাখি
শুর“ করে কথা বলা ।।
কখনো ডুবি অতল গভীরে
কখনো ভাসি স্রোতে
কখনো আমার ভরা যৌবন
উথলে উঠে মেতে ।।
অজানা বিরহে বেলা-অবেলায়
আবেগে জড়ায় আঁখি
বৃষ্টি ঝরে ভিতরে-বাহিরে
আমি শুধু চেয়ে থাকি ।।
দুঃখ-শোকে বীণায় যখন
বেদনার সুর বাজে
অগ্নি দাহে দগ্ধ হৃদে
পূজার যজ্ঞ সাজে ।।
২ সেপ্টেম্বর ২০১৬