ইচ্ছে জাগে মনে
----------------
আবার আমার ইচ্ছে করে
কবিতায় মন বাঁধি –
ইচ্ছে জাগে অনেক সুখে
বৃষ্টি হয়ে কাঁদি ।।


ইচ্ছে করে যাই হারিয়ে
সূর্য তারার দেশে –
অন্ধ রাতে আবার যেন
চাঁদ জোছনা হাসে ।।


ইচ্ছে করে হৃদয় নাচুক
পাতা ঝরার গানে -
চৈত্র্র শেষে ফুল ফোটাতে
ফাগুন হাসুক প্রাণে ।।


আবার আমার ইচ্ছে করে
মেঘ বালিকা হই –
মেঘের সাথে আকাশ ছুঁয়ে
সোহাগ ভরে রই ।।


বন ফুলের সুবাস নিয়ে
ইচ্ছে, বেড়াই নাচি
মানুষ না হই, এই বনেতে
পাখি হয়েই বাঁচি ।।


কবির হাতে কলম হতে
ইচ্ছে জাগে মনে -
আর যদি না ছন্দ জাগে
এ সুখ থাকুক প্রানে ।।


১৩ জুন ২০১৬
(দার্জিলিং এর মংপূ তে রবীন্দ্র ভবনে বসে লেখা)