ইচ্ছে করে যাই হারিয়ে ঐ বনে
ইচ্ছে করে একটি গানের পাখি হই
নদী হয়ে অথই জলে স্রোতের টানে
কলকল সুরটি ধরে ভেসে রই ।।


শ্রাবণেরই বৃষ্টি ঝরা সকাল হাতে
ইচ্ছে করে সূর্য হয়ে হেসে উঠি
যেমন করে মনে লাগে ভোরের হাওয়া
নতুন দিনের স্বপ্ন নিয়ে তেমনি ছুটি।।


বেড়াই ঘুরে সবুজ মাঠে-মেঠো পথে
ইচ্ছে করে একটি গাঁয়ের বধু হই
যেই বাঁশিটি উদাস করে দুপুর বেলা
ইচ্ছে করে সেই বাঁশরীর সাথে রই।।


ফুলের বুকের গন্ধ নিয়ে মাতাল হই
ইচ্ছে করে রঙের সাথে রই মিশে
যাই হারিয়ে মধু বনে সুখের খোঁজে
ফুলের মতই এমনি বাঁচি ভালবেসে ।।


ইচ্ছে করে একটি মাটির প্রদীপ হই
সাঁঝের বেলায় সূর্যটাকে বলি ডেকে
রাত পোহালে এসো ফিরে এই ঘরেতে
অন্ধকারেই মাটির আলো রইবে জেগে ।।


হাজার শোকে মনটা যদি পাথর হয়
একাই আমি দুঃখ সকল বুকে বই
ঝরনা হয়ে কলতানেই ছুটে চলি
ইচ্ছে করে ব্যথা ভুলার মন্ত্র হই ।।


ইচ্ছে করে অনেক সুখের স্বপ্ন ঢালি
ক্লান্ত চোখে যেন খুশির বৃষ্টি ঝরে
স্বপ্নটুকুই পূব আকাশে সূর্য হবে
রোদের চেয়েও হাসি যেন ফুটবে ঘরে ।।
২২ আগষ্ট ২০১৬ ।