এই ক্ষণ


বলা তো যায় না!!
এই ক্ষণ ফিরে নাও আসতে পারে
সকলের সাথে হয়ে যাবে আড়ি;
পড়ে থাকবে সিড়ি- বারান্দা
পুরনো ছাদ-
ফিরে যাবো একাই, অচেনা বাড়ি!!!


নাইবা এলো তোমাদের ফাল্গুন
ভরা থাক্ চৈত্র-খড়া বারোমাস;
যদি পাও একটু স্বাধীনতা-
আরও কিছু সময় বেঁচে থাকা
মেঘের সাথে পাখা মেলে
দাপিয়ে বেড়াও আকাশ !!!!


আজ হৃদয় হতে ঝরে পড়ুক
ভালোবাসার বৃষ্টি
লেগে থাক রঙ পাথুরে দেয়ালে;
আর সবই তো মুছে যাবে একদিন
শুধু মনে পড়বে-
মজেছিলে কোন্ খেয়ালে !!


রেখে যাবো ধুলি মাখা শহর, অলিগলি
জেগে উঠা ভোরের পাখির গান;
আর যদি নাই বা ফিরে আসি
যেটুকু ছিলো দেবার-
তাই যেনো থাকে অম্লান ।।


না রইলো পাওয়ার হিসেব
না রইলো আক্ষেপ, পরিতাপ;
বাঁচার সিদ্ধিতে মন থাক ভরে
না যেন ছোঁয় কোনো অকল্যান
না যেনো করি কোনো পাপ ।।


১৪ ফেব্রুয়ারি, ২০১৯
ঢাকা, বাংলাদেশ।