একান্তে দুইজনে
===========
ঠিক এভাবেই পথ হাঁটি দুইজনে, একান্তে
পাশাপাশি, কখনো বা হাতে হাত রেখে ;
কেটে যায় অনেকগুলো দিন, মাস বছর
হিসেব রাখিনি, প্রেমে নিমগ্ন সেই থেকে ।।


কাঁশ বন, গোধূলীর ধূসর বেলা ছুঁয়ে ছুটে যাই
পথ বহুদূর, সবুজ ঘাসের সীমানা পেড়িয়ে ;
হয়তো মঙ্গলের কাছাকাছি, বিষুব রেখার ধারে
কখনো ক্লান্ত মন খুঁজি আশ্রয়, দুহাত ছাড়িয়ে !!


আবারও ফিরি, নির্জন দ্বীপ, শৈবাল ঘেরা সমুদ্রে
দিক ভুলে বসি নিরালায় , নিকটে ঘনায় তমসা ;
বৃত্তের মত কালো ছায়া পড়ে ক্ষনিক আয়োজনে
অবরুদ্ধ যাত্রায় গভীর চিত্ত ডাক দেয় সহসা ।।


এখনও পথ বহুদূর, চীনের শক্ত প্রাচীর ঘেষে
দুই জন পথ চলি অবিরত সুমেরুর পথ ধরে ;
কখনো দৃষ্টি ক্ষীণ বিষন্নতায় আচ্ছন্ন আকাশ
কখনো ধূলির পথ কখনো অঝোরে বাদল ঝরে ।।


বেখেয়ালে ভুলে যাই হাল উত্তাল স্রোতে
কখনও হেঁটে চলি স্মৃতি বিস্মৃতি রোমন্থনে
শালিকের পাখনায় বেঁধে লই ক্ষনিক আনন্দ
মাঝপথে স্থিরতা খুঁজি সবুজ ঘাসের আস্তরণে ।।


এলোমেলো বিচরণ, কবিতার মরুময় ভূমে
নির্জন নদীর অববাহিকায় কোলাহল ছেড়ে
খরকুটা বিছানো পাতা ঝরা শব্দের মিছিলে
কখনো একান্তে দুইজনে-
কাল থেকে কালান্তরে ।।


২৪ ফেব্রুয়ারি ২০১৮
ঢাকা, বাংলাদেশ