এখন তো বাঁঁধা নেই কোনো
চাইলেই তুমি ছুটে আসতে পার কাছে
হাত ধরে টেনে নিতে বুকে
যেই বুকের গভীরে দুজনার প্রানের নিঃশ্বাস বাজে ।।


এখন তো বাঁধা নেই কোনো
অনায়াসেই মুছে দিতে পারো চোখের জল
তুমি আমি একসাথেই ভেসে যেতে পারি সমুদ্রে
যেখানে তোমার আমার স্বপ্ন সদাই উচ্ছ্বল ।।


এখন তো বাঁধা নেই কোনো
চাইলেই ঘর বেধে পারি দিতে পারি মেঘের দেশ
কখনো কুয়াশা মেখে
কখনো রোদের পেয়ালায় সুখে
দুজনে একসাথেই হয়ে যেতে পারি নিঃশেষ ।।


এখন তো বাঁধা নেই কোনো
চাইলেই ফিরে আসতে পারো সকলের অলক্ষে
আমার এই যে কেঁদে কেঁদে কেবলই পথ চাওয়া  
দূরের ঐ মেঘের বাঁধন ছিড়ে
বাঁধতে পারো এই বক্ষে ।।