*****একটি গল্পের কবিতা ****
আজ সারাদিন আমার  একটিও কবিতা লেখা হয়নি
যতবারই আমি কাগজ কলম নিয়ে লিখতে বসেছি
সুনীতা চুপিচুপি দাঁড়িয়েছে, উচ্ছল করেছে চারপাশ ;
ওর হাসির ঝর্ণা ধারায়  বয়ে গেছে আমার ছোট্ট ঘর
হাজার কথার ভীড় জমে উঠেছে মাটির বারান্দায়
চোখের চাহনীতে ছেয়ে গেছে আমার সাদা ক্যানভাস।।


এসেই হাতটি চেপে ধরে, কাগজ কলম ছুড়ে ফেলে দূরে
বলে, চল নাও ভাসাই সাগরে, আনন্দ কুড়িয়ে নিই আঁচলে
মুছে যাক যত ক্লান্তি, ভেসে যাক তোমার কবিতার ছন্দ;
আমি চেয়ে থাকি সুনীতার মুখপানে, ঢেউ খেলানো ঠোঁটে
ছলছল করা চোখের গভীরে ভিজে যায় আমার আঁচল
আমি ভুলে যাই কবিতা,  বুকে গেথে রয় সুনীতার আনন্দ !!


আমিও হাতটি বাড়াই, পায়ে পায়ে এগিয়ে যাই জলের ধারে
চঞ্চল হয়ে ওঠে তীরে দাঁড়িয়ে থাকা মাঝির অলস দুই চোখ
বাতাস আমাদের অনুকূলে, ভেসে চলে আমাদের ছোট্ট তরী;
মাঝ নদীতে আমরা দুজন, হঠাৎ থেমে যায় সুনীতার উচ্ছলতা
সাগরের ঢেউ আচড়ে পরে তার বুকে, স্রোতে ভেসে যায় আঁচল
করুণ সুরে বেজে ওঠে বাঁশি, সাগরের বাতাস হয়ে উঠে ভারি ।।


আবার আমার কবিতারা জেগে উঠে, শব্দেরা এসে তীরে ভীড়ে
সুনীতার বুকে লুকিয়ে থাকা কষ্টেরা ছড়িয়ে থাকে চারপাশ
বুঝেছি, এই মেয়েটি তার যন্ত্রনা ভাসাতে এসেছে নদীর জলে ;
আজ কারো অবসর নেই, নেই কৌতুহল সুনীতার গল্প শোনার
এই গল্প ভেসে যায় অজানায় স্রোতের টানে, দূর থেকে বহুদূরে
শুধু একটি নতুন কবিতা জেগে রয় আনন্দ আর কোলাহলে।।


২৬ ফেব্রুয়ারি, ২০১৭।