একটি জনমও চাইনা তোমায় ছাড়া
............................
আজ থেকে হাজার বছরও আগে
এমনি করেই চেয়েছি পেতে তোমায়
এমনি করেই হাজারো রাতদিন
কত স্বপ্ন এঁকেছি চোখের পাতায়।।
তারও আগে বহুবার জন্মেছি আমি
কত যুগ গেল তোমারেই বুকে ধরে
বারবার আমি ফিরেছি এমনি করে
প্রতিবার হৃদয় প্রেমেতে গেছে ভরে।।
কত পথ চলেছি তোমারই হাত ধরে
আরও কত পথ রয়ে গেছে তবু বাকী
আবারও আমি পাব জানি সেই হাত
অনন্ত কাল সেই আশায় বেঁচে থাকি।।
শতবছর আগের কথা আজও জানি
সকল স্মৃতিই রয়েছে হৃদয় ভরে
এই জনমের প্রেমপ্রীতি ভালবাসা
রয়ে যাবে জানি অনন্তকাল পরে।।
সেদিনও আমি আবার আসবো ধরায়
এমনি করেই আবার বাসবো ভালো
তোমার আমার এই যে প্রেমের বাঁধন
হাজার জনম ঘুচাবে মনের কালো।।
যুগযুগ ধরে কত নদী ভাসে জলে
আমরা দুজন ঘর বাঁধি তার তীরে
বারবার দেহ ফিরে যায় সময় কালে
এমনি পেতে বারবার আসি ফিরে।।
আজ থেকে হাজার বছর আগে
আমরা দুজন ছিলাম যেমনি আপন
শত সহস্রবার জন্মেছি ধুলো মেখে
প্রথম  প্রভাতে পেয়েছি তবু দরশন।।
এমনি করেই যুগযুগ যাবে বয়ে
আসবো আবার না থাকুক সূর্যতারা
না থাকুক মাটি, কিংবা বসুন্ধরা
শুধু,
একটি জনমও চাইনা তোমায় ছাড়া।।
১২ মার্চ ২০১৭।