এসো হে কবি
========
এসো হে কবি শরৎ প্রভাতে আজ
গেঁথে লও শিশিরে মুক্তো মনির হার;
জাগাও তোমার অরূপ বাণীর মোহে
যে আজও ঘুমায়, খোলেনি বন্ধ দ্বার ।।


তোমার আহ্বান সুপ্ত নয়নে লাগুক
বেজে উঠুক আজ চির বসন্ত রবি ;
অসীম প্রলয় ক্ষিপ্ত ঊষার কোণে
অঙ্কিত হোক রামধনুর ছবি ।।


যে চোখের চাওয়া ধূলিঝড় উঠে বনে
রক্ত ঝরায় যে কথার তীক্ষ্ণ বাণ;
দুই চোখে তার অমৃত রসে ভরো
তোমার বীণায় সে কথায় বাঁধো গান ।।


এসো হে কবি সাজাই সোনার তরী
পাল তুলে দিই অসীম ঝড়ের মাঝে
নাম ধরে ডাকি, ফিরায়ে আনি
যে পথিক ঘুমায় ক্লান্ত সাঁঝে ।।


যে পাখি বনে শিকল বাঁধা পায়ে
পাখনা মেলে বেড়ায় না আর ঘুরে
এসো আজ বাঁধি বিষাদ ভাঙ্গার গান
আমরা দুজন গেয়ে উঠি সুরে সুরে ।।


২১ জানুয়ারি, ২০১৮
ঢাকা বাংলাদেশ।