ফাগুনের কবিতা
---------------------
সবাই ওরা ছুটছে ঘরের বাহির
বলছে ডেকে আসলো ফাগুন বনে –
কত ফুলের নাম যে ওরা বলে
ওসব নামতো ধরেনা মোর মনে ।।


আমি কেবল সকাল হলেই দেখি
সূর্য ওঠে আকাশ আলো করে –
সুখের আশায় ঘরের বাহির হই
বেলা শেষে ফিরতে আপন ঘরে ।।


তোমরা দেখ চৈত্র দিনের শেষে
ফুলের ফাগুন নেচে বেড়ায় বনে -
আমার গানে প্রজাপতি ওড়ে
ফাগুন চৈত্রের হিসেব নেইতো মনে ।।


আমার ফাগুন থাকে বারো মাস
ফিরে যাবার ইচ্ছে মনে নাই –
আমার ইচ্ছে ঘর দাপিয়ে বেড়ায়
এমন ফাগুন কোথায় বলো পাই ।।


আমার আশার হরেক রকম নাম
যখন খুশি যেই নামেতে ডাকি-
পাখা মেলে বেড়ায় আঁচল ধরে
তারই গায়ের গন্ধে বিভোর থাকি ।।


কান্না-হাসি সবাই একই সুরে
ঘরে বসে ফাগুনের গান গায়-
সবাই যখন ছুটছে ঘরের বাহির
আমার তখন এমনি বেলা যায় ।।


মাতাল হাওয়ায় দোলে ফুলের বন
তাতে আমার নেইকো অভিলাস -
আমার ঘরে সুখ-দুঃখের মেলা
এমন ফাগুন চাই যে বারোমাস।।


১২ ফেব্রুয়ারি ২০১৬