গাঁয়ের টানে
=======
ভুলে গেছো সেই যে গাঁয়ের পথ !
মনের সুখে ঘুরতে সারা বেলা
সাঁঝ নামতো গাঁয়ের পথে তবু
ধূলো মেখে করতে তুমি খেলা ।।


সেই গ্রামটি আজও তেমন আছে
শাপলা শালুক ফোটে পুকুর জলে
বটের ছায়ায় আজও বাজে বাঁশি
আজও মাঠে সোনার ফসল ফলে ।।


মনে পড়ে ছোট্ট নদীর ঘাট !
ডুব সাঁতারে করতে তুমি পার
ইচ্ছে করেই হারিয়ে যেতে জলে
খুঁজে খুঁজে লাগতো বুকে ভার ।।


বটের ছায়ায় গাঁয়ের পথটি হেঁটে
বাউল সেজে গান ধরেছো কত
তোমার হাতে একতারাটা বাঁধা
আমার নূপুর বাজতো অবিরত ।।


খেলার ছলে হারিয়ে যেতাম দুরে
গ্রামটি ছেড়ে দূরের তেপান্তরে
বেলা শেষে নামতো যখন সাঁঝ
ধূলো মেখে ফিরে আসতে ঘরে ।।


রোজ সকালে পাখির আগে জেগে
সকল পাড়া মাতিয়ে দিতে ডেকে
অলস মেয়ের ঘুমটি নিতে কেড়ে
লক্ষ্মী ছেলে বলতো গাঁয়ের লোকে।।


সেই যে কবে ছাড়লে মাটির ঘর
আজও তোমায় খুঁজে পাড়ার সব
দূর শহরে গড়লে নাকি মহল
প্রাসাদ জুড়ে সুখের কলরব ।।


জানি তুমি ব্যস্ত কাজের ভীড়ে
গাঁয়ের কথা ভুলেই গেছ বুঝি
আজও তোমার নামটি ধরে ডাকি
কাঁদায় মাখা গায়ের গন্ধ খুজি ।।


গ্রামটি ছেড়ে যাইনি কারো টানে
কি যে মায়ায় রাখলো মাটি ধরে
সময় পেলে খবর নিয়ে যেও
কেমন আছি ছোট্ট মাটির ঘরে ।।


২২ আগষ্ট, ২০১৭
ঢাকা, বাংলাদেশ