"গড়ো প্রেমের স্বর্গ"
•••••••••••••••••••••••••••
হে ঈশ্বর, চোখ মেলে দেখ একবার
পৃথিবীতে আজ, কবরের অন্ধকার ।।
এখানে উঠে না সূর্য, হাসে না রাতে চাঁদ
এখানে দিন রাত শুধু শকুনের আর্তনাদ ।।


এই মাটিতে ফলে না ফসল ফুটে না গন্ধফুল
এখানে প্রবল স্রোতে কেবলই ভাঙ্গে দুইকূল ।।
এই বনে গায় না পাখি, জাগে না কেউ ভোরে
এখানে সকলই অসার কেউ বাঁধে না বাহুডোরে ।।


এখানে কেবল খরা আসে না বৃষ্টির দিন
সূর্যের কিরণ ভরদুপুরেও মলিন, ক্ষীন  ।।
এখানে থেমে গেছে সব কোলাহল
শুকিয়ে গেছে গঙ্গা যমুনার টলমল জল ।।


কেউ মনের হরসে পান করে সুধা
কেউ বয়ে বেড়ায় মৃত্যু, যন্ত্রণা ক্ষুধা ।।
তুমি সৃষ্টি করেছ মানুষ, নাকি নির্বাক প্রস্থ
এসো প্রান দাও দেহে, ছোঁয়াও তোমার হস্ত ।।


দেখ এসে মায়ের গর্ভে মরছে কত ভ্রুন
এখানে রক্ত পিপাসু করছে মানুষ খুন ।।
নাই যার গতি, সেই অভাগার অন্তর
হাত ধরো, যার জীবনগতি চলে মন্থর ।।


ন্যায়-বিবেক  অহিংসা কারা যেন ছিড়ে নিতে চায়
তুমিও মানুষের মুখে তাকাতে পারবে না লজ্জায় ।।
এখানে ভীড় করেছে  ভীরু কাপুরুষের দল
নেই প্রেমের প্রশান্তি, কেবল ভালবাসার ছল ।।


নিঃশ্চুপ নগরীতে জুটেছে যত লৌহ মানব
দেখো তোমার পৃথিবীতে নৃত্য করছে দানব ।।
চৌদিকে অর্থলোভী আর স্বার্থপরে ভরা
নেই প্রাণের উচ্ছাস, সকলই জীর্ণ-জরা  ।।


এখানে জীবনের মানে আতঙ্ক, অভিশাপ
পাবে কি কাউকে শিশুর মত নিঃস্পাপ !!
সবই দলিত অাত্মা সকলে নির্বোধ জড়
এসো প্রভু, সকলেরে আজ উদ্ধার করো ।।


মায়ার বাঁধন এখানে ছিন্নভিন্ন
তুমি ছাড়া উপায় নেই অন্য ।।
এখানে জমেছে পাথর, গড়েছে পাপের দুর্গ
হে ঈশ্বর, স্পর্শ করো, গড়ো প্রেমের স্বর্গ ।।


১৫ ফেব্রুয়ারি, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।
(সিরিয়ায় সহিংসতা বন্ধ হোক, পৃথিবীতে শান্তি বিরাজ করুক, ঈশ্বরের কাছে আমার আত্ম আবেদন)