হে দেবতা
=========
সকল প্রদীপ জ্বলে উঠে পুজার ঘরে
হয় ভজনা তোমার পায়ে ছুঁয়ে মাথা
ভক্তি প্রেমের স্বরূপ তুমি, কুলপতি
স্বর্গ-মর্তে বাজে তোমার জয়গাথা ।।


সারা জগত তোমার নামেই বাজায় ধ্বনি
পাথর বুকে বৃষ্টি ঝরে তোমার নামে
সকল গৃহে শাসক তুমি সুরের রাজা
তোমায় চেয়ে রই বেঁচে এই মর্তধামে ।।


সকল পাখি শূন্যে ওড়ে তোমার দয়ায়
বাঁচে সকল জীব ও বৃক্ষ জলে স্থলে
নমি তোমায় হে দয়াবান শক্তির আধার
তোমার ধ্যানে মোহ থেকে মুক্তি মেলে ।।


ছুঁয়ে দিলে যায় শুকিয়ে ব্যথার ক্ষত
এক ইশারায় যায় থেমে সব যুদ্ধ প্রলয়
মরুভূমে ঝরুক তোমার সুধাবাণী
অন্ধকারকে রাখুক ঘিরে জ্যোতির্বলয়।।


দাও জাগিয়ে উদ্যমতা শীর্ণ দেহে
থামাও যারা নিত্য ক্ষয় ক্রোধ-বিলাপে
স্বর্গ তোমার আসুক নেমে মর্তধামে
বাঁচাও যারা মরছে ডুবে মহাপাপে।।


তোমার অধীন রাখ ধরে সকল জীবে
কর্মযজ্ঞে থাকুক সবার প্রাঞ্জলতা
শুদ্ধ সুরে যাক ছড়িয়ে প্রাণের বীণা
সকল লোকে সহায় থাকো, হে দেবতা ।।


১৯ অক্টোবর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।