ঝড় ও বৃষ্টি
=========
কালো মেঘ আচ্ছন্ন করেছে আকাশ
সেকি বৃষ্টি, নাকি ঝড়ের পূর্বাভাস !!
অসময়ে পাখিরা ফিরে আসে নীড়ে
এলোমেলো ঘুর্ণি ভাবনার গভীরে ।।


দিগন্ত জুড়ে বয়ে যায় উদ্দাম বাতাস
ক্ষীণ হয়ে আসে দিনের সকল উদ্ভাস।।
আকস্মিক ঝাপটায় খুলে যায় বাতায়ন
সমুখে শঙ্কায় নুয়ে পড়া বিস্তীর্ণ নন্দন ।।


খুঁজে বেড়াই মেঘে ঢাকা সূর্যের পানে
এখনও ম্লান হয়নি আলো ঐ আসমানে ।।
তাই ভেবে দৃষ্টতা গড়ে ওঠে মনের গভীরে
দরজার পস্তর খুলে ছুটে আসি বাইরে।।


হয় হোক বৃষ্টি কিংবা পড়ি ঝড়ের সংকটে
হোক এই স্বীকার্য, ভাগ্যে আজ যা ঘটে ।।
বজ্রের ক্রোধ নেমে আসে জমিনে আসমানে
তবুও দৃঢ় প্রত্যয় জাগে ক্ষুদ্র এই মননে ।।


শুরু হয় ঝড়ের সাথে মেঘ বৃষ্টির কলহ
এমন তো রোজই ঘটে সংসারে অহরহ ।।
একসময় সরে যায় কালো মেঘ ধীরে ধীরে
বিক্ষিপ্ত তরঙ্গ ভেঙ্গে নাও ফিরে আসে তীরে ।।


সমুখে দাঁড়ায় এসে দুর্বোধ্য পর্বত প্রাচির
নির্ভয়ে আমি তবুও অবিচল রাখি শির ।।
থামে ঝড়ের গর্জন টিকে রয় ধৈর্যের বাধ
বৃষ্টির সুধা মেখে, জাগে পরমাহ্লাদ।।


১৯ মে, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।