যশস্বী কবি (সনেট)
==========
সাদরে সদা সম্মান নতশীরে কবি,
শব্দের শুদ্ধ সমারোহ রচিলে ভবে;
যশস্বী ব্যক্তি, হৃদ মাঝে অঙ্কিত ছবি
মহিমা কাব্য যুগ যুগ অক্ষত র’বে;
জনহিতে রচে গেলে শত শু্ভ্রবানী,
অমৃতে হয় সিক্ত মন, ভুলালে তাপ;
ভজনে নিত্য কবির মানসী ভবানী
সাহিত্যে সগৌরবে সদা তুমি প্রতাপ ।।


দেখি যে রত্ম-সজ্জা অমূল্য উপহার,
না জুড়ায় আঁখি অতৃপ্ত ক্লিষ্ট মনন
সমৃদ্ধ আত্ম শুনি সুনির্মল বচন
তব বাক্য সাদৃশ্য নাই অলংকার।
শুভ্রতায়, শুদ্ধতায় হোক আয়োজন,
মুগ্ধ করো জননীরে, জন্মে শতবার।।


২৯ জুন ২০১৭
ঢাকা, বাংলাদেশ।


আধুনিক বাংলা সাহিত্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৫তম মৃত্যুবার্ষিকী (২৯ জুন )। ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি যশোরের সাগরদাঁড়ি গ্রামে জমিদার পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবীর কোল আলোকিত করে তিনি জন্ম নিয়েছিলেন।


(তাঁর প্রতি শ্রদ্ধায় আমার প্রথম লেখা সনেট )