যুদ্ধ
=======
যুদ্ধ তো এখনও শেষ হয়নি
এখনও পাই বারুদের গন্ধ
উলঙ্গ লাশ জলেতে ভাসে
এখনও দিন রাতের মতই অন্ধ ।।


মায়ের জন্য কাঁদতে পারিনা
নিরবে শুনি বোনের আর্তি
আমি তো পারিনা যোদ্ধা হতে
হয়ে উঠি পাথরের এক মুর্তি ।।


এখনও ধানক্ষেতে লাশ পঁচে
শকুনেরা ফেটে পরে উল্লাসে
মানুষের খন্ডিত দেহ দেখে
কালো মেঘ জমে আকাশে ।।


এখনও সন্তান হয় নিরুদ্দেশ
অকালে মরে, গুম হয় রোজ
মায়ের চোখ অন্ধ হয় কেঁদে
আমরা কেউ রাখি না খোঁজ ।।


যুদ্ধ তো এখনও শেষ হয় নি
নূর হোসেন আজও পথে মরে
এখনও রাজপথ খুনির দখলে
কলঙ্কিত হাতে পতাকা উড়ে ।।


ভারি নিঃশ্বাসে থেমে যায় পথ
রাত্রি কাঁপায় দানবের হুঙ্কার
এখনও জীবন মারছে বিষে
মানুষের রক্ত খাচ্ছে জানোয়ার।।


এখনও যেখানে সূর্য্য উঠেনা
আহত পাখিরা বিষাদে ঘুমায়
আমি কি পারি সুর বাঁধতে?
যে গানে রোজ রাত্রি পোহায় ।।


যুদ্ধাহত থেকে মুক্তি পেতে
লুকাবোনা আর মাটির সুরঙ্গে ।।
সেদিনই বিজয় নিশ্চিত হবে
যুদ্ধের অস্ত্র যদি রাখি সঙ্গে ।।
১৩ ডিসেম্বর ২০১৬।