কার মা তুমি?
বসে নিরন্ন পথের পাশে ;
ছাড়ো দীর্ঘশ্বাস বিশুদ্ধ বাতাসে ।।
কার পথ চেয়ে ছেড়েছে ঘর বাড়ি ;
জানো কি তুমি? সে দিয়েছে সাগর পাড়ি?
জেনেছ কি তোমার সন্তানের হালচাল ;
এমনি ধারাই চলছে সমাজে আবহমানকাল ।।
পথেই বেধেছো ঘর, নিজের জমিন ছেড়ে ;
মাটিতে নুয়েছে দেহ ক্লান্ত বয়সের ভারে ।।
একবার মেলো দুই চোখ ;
দেখো জনতার উৎসুক।
ক্ষুধায় কাতর, বুকে বাজে হাহাকার ;
কে দেবে অন্ন, বইবে তোমার ভার ?
যে চলে গেছে ভুলো তার মায়া ;
কেউ নেই তোমার, কেবল আছে ছায়া।।
এসো, হাত দুটো ধরো, হই সারথি ;
তাঁর কাছে যাই, সেই ঈশ্বর-
সেই জগতপতি।।


তারিখ: ৬ মার্চ, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।