আরও একবার তাকে ক্ষমা করো প্রভু;
যার রক্তচোখের ইশারায়
সকালের গান থেমে যায়-
যার মুখের বিষবাক্যে
আমার মুখের হাসি
আভিমানে পথ হারায়-
যার অবহেলায় আমার চোখে
শ্রাবণের মেঘ ভেসে যায় ।।


আরও একবার তাকে ক্ষমা করো প্রভু ;
যার জন্য আমি বিবাগী হই
ঘর হারিয়ে পথে পড়ে রই;
নিজেকে ভুলে, ঘুরি তার পিছে
বেঁঁচে থাকাটা হয়ে যায় মিছে ;
যার কারনে সাজানো বনে
ঝড় উঠে, ভাসে প্লাবনে;
আরও একবার তাকে ক্ষমা করো প্রভু ।।


আমার ধৈর্য যদি বাঁধ ভাঙ্গে
আমার বিশ্বাস যদি আর না জাগে
যদি পথেই থেমে যাই সবার আগে, তবে
শেষবারের মত আমাকেও ক্ষমা করো প্রভু ।।


৩১/১০/২০১৬